হজ্জ সফর

শেষের দিকে হজ্জের সফরে যাওয়ার সুবিধা সমুহ

ক)  হজ্জ অনুষ্ঠিত হয় জিলহজ্জ মাসের 9 তারিখ আরাফা মাঠে। আর হজ্জের আহকাম গুলো শুরু হয় জিলহজ্জের 8 তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে। সে জন্য হাজিগণকে মিনায় পৌঁছানো হয় জিলহজ্জ মাসের 7 তারিখ দিনগত রাতে।

খ)  আমাদের প্রথম আবাসন মিনার বড় জামারাতের পাশে নেয়া হয় যাতে হজ্জের 5 দিনের (মিনা ও মুজদালিফার) আমলসমুহ আদায়ের ফাঁকে হোটেলে বা আবাসনে এসে কিছুটা সময় বিশ্রাম,  অযু, এস্তেন্জা ও গোসল সুস্থির ভাবে করে আবার মিনায় গিয়ে অবস্থান নেয়া সহজ হয়।

গ)  বয়স্ক, অসুস্থ, দুর্বল ও মহিলা হাজিগণ মিনার তাঁবুতে হজ্জের পরবর্তী দিনগুলোতে থাকতে কষ্ট বোধ করে, তাই মিনার পাশের আবাসন তাঁবুর বিকল্প হিসাবে কাজ করে এবং দুর্বলদের কষ্ট লাঘব হয় ।কারণ, মিনায় লক্ষ লক্ষ লোকজনের মাঝে প্রতিটি স্থানে লাইন ধরে জরুরত গুলো সারা বিশেষ করে বয়স্ক, অসুস্থ, দুর্বল ও মহিলা হাজিগণের জন্য খুবই কষ্টদায়ক।

ঘ)  আর যারা শর্ট প্যাকেজে যান- তারা শেষে যাওয়ার কারণে প্রথমেই হজ্জ আদায়ের পর মদিনায় দুয়েকদিন থেকে চলে আসতে পারেন। অনেকে শর্ট প্যাকেজ না করেও বিশেষ কারণে দেশে ফিরতে চাইলে ফিরে আসতে পারেন।

ঙ)  হাজী সাহেবগণ দেশ থেকে শারীরিক যে সুস্থতা ও এনার্জী নিয়ে যান শেষের দিকে যাওয়ার ফলে মূল হজ্জ আদায় পর্যন্ত সাধারণত সেই সুস্থতা বহাল থাকে, তেমন কোন সমস্যা হয় না। কিন্তু শুরু বা মাঝামাঝির দিকে যাওয়ার ফলে সাধারণত তার বিপরীত  হয়ে থাকে কারণ, শুরুর দিকে গিয়ে বার বার উমরাহ্ / তাওয়াফ করার ফলে শরীর বেশ ক্লান্ত থাকায় মূল হজ্জের আমল সমুহে কিছু ঘাটতির সম্ভাবনা থাকে।

চ) শেষের দিকে হাজীদের চাপ থাকলেও হজ্জ পরবর্তী প্রতিদিনই কিছু কিছু করে মক্কা-মদিনা খালি হতে থাকে এবং আমল /যিয়ারাহ ইত্যাদি সহজ হয়।

উল্লেখিত বিষয় গুলোর সুবিধা সমুহ সম্মানিত হাজিগণ পছন্দ করায় আমরা প্রতি বছর একইভাবে হজ্জ প্যাকেজ করে আসছি।

হজ্জের সফর শুরু

প্রত্যেক হজ্জ মৌসুমে আমাদের হজ্জের সফরের ফ্লাইট শেষের দিকে করা হয় অর্থাৎ 1-5 জিলহজ্জ তারিখের মধ্যে, ঢাকা টু জেদ্দা।

মক্কায় প্রথম আবাসন

জেদ্দা এয়ারর্পোট থেকে মিনার বড় জামারার কাছাকাছি শিশ্সা বা আজিজিয়া এলাকায় উন্নত মানের বাড়িতে প্রথম আবাসন দেয়া হয়।

সব প্যাকেজের হজ্জযাত্রীগণকে একই আবাসনে রাখা হয় যাতে করে হজ্জের 5 দিনের আমল সমুহ একত্রে আসানের সাথে আনজাম দেয়া যায়।

মক্কায় দ্বিতীয় আবাসন

হজ্জ পরবর্তী জিলহজ্জের 15 তারিখ রাত থেকে প্যাকেজ ওয়াইজ হোটেল এবং বাড়িতে স্থানান্তর করা হয়। দেশে ফেরার 9দিন আগে মক্কা থেকে মদিনার সফর শুরু হয় এবং সেখানে 8 দিন অবস্থানের পর শেষের দিন দেশে ফেরার ফ্লাইট মাদিনা বা জেদ্দা হয়ে ঢাকায় আসা হয়।