গমনেচ্ছু হাজী সাহেবগণের জন্য

যা প্রয়োজন

  1. পাসপোর্ট-এর মেয়াদ দেশে ফেরার (রিটার্ন)  তারিখ থেকে ৬ মাস বেশি মেয়াদ থাকতে হবে।
  2. যে কোন বয়সের বাচ্চার আলাদা পাসপোর্ট লাগবে।
  3. মহিলা হজ্জযাত্রীদের ক্ষেত্রে শরীয়তসম্মত মাহরাম সঙ্গে থাকতে হবে।
  4. একান্ত নিজস্ব লোককে নমিনি হিসাবে নাম, ঠিকানা, মোবাইল নম্বর প্রদান করতে হবে।
  5. হজ্জ সম্পাদনের পর হাজিগণকে অবশ্যই দেশে ফিরে আসতে হবে।

হজ্জযাত্রীগণের সাথে

যে সকল প্রয়োজনীয় দ্রব্যাদি থাকা প্রয়োজন

  1. ইহরামের কাপড় বা ইহরামের তোয়ালে দুই সেট। (আড়াই হাত বহরের আড়াই গজ দুই পিস কাপড় বা তোয়ালেকে এক সেট ইহরাম বলে)
  2. মহিলাদের জন্য ঢিলেঢালা সেলোয়ার-কামিজ প্রয়োজন মত, হাজী ক্যাপ ১/২ টি, বড় ওড়না ২টি, হাত-পায়ের মোজা ও বোরকা ২টি।
  3. কোমড়ে বাঁধার বেল্ট, ১টি গায়ের চাদর ১টি ও বিছানার চাদর ১টি।
  4. টুপি, পাঞ্জাবী-পাজামা/সার্ট-প্যান্ট ও গেঞ্জি প্রয়োজন মত।
  5. গামছা তোয়ালে ১টি / স্পঞ্জ সেন্ডেল ২ জোড়া / মেলামাইনের প্লেট ও গ্লাস ১টি করে।
  6. ছোট আয়না, চিরুনী, মেসওয়াক / ব্রাশ, পেস্ট ১টি করে ও পাম্পের বালিশ ১টি।
  7. টয়লেট পেপার, খিলাল, রেজার ও ব্লেড প্রয়োজন মত।
  8. বড় লাগেজ ১টি (বড় করে ইংরেজিতে পাসপোর্ট নম্বর, নিজের নাম, ঠিকানাসহ জেলার নাম, মোবাইল নম্বর, হজ্জ এজেন্সির নাম হাজী সাহেবগণের নিজ দায়িত্বে লিখে নিতে হবে)।
  9. সরিষার / নারিকেলের তৈল, ভেজলিন / গ্লিসারিন প্রয়োজন পরিমান ৷
  10. ২ কেজি চিড়া, ১ কেজি গুড় / ওরস্যালাইন ১০ প্যাকেট।
  11. নিজ নিজ রোগের প্রয়োজনীয় ঔষধ ও ডাক্তারের প্রেসক্রিপশন বাধ্যতামুলক।
Hajj Chart