পরিচিতি
মারহামাহ্ এয়ার ট্রাভেলস্ এন্ড ট্যুরস
হজ্জ লাইসেন্স নং : ১০০০
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও রাজকীয় সৌদী হজ্জ ও উমরাহ্ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং হজ্জ কার্যক্রমে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠান । আমরা সুবিধা এবং সময়কালের ভিত্তিতে বিভিন্ন ধরনের হজ্জ প্যাকেজ এবং ওমরাহ প্যাকেজ অফার করি।
আমাদের পরিচিতিঃ
মারহামাহ্ এয়ার ট্রাভেলস্ এন্ড ট্যুরস- হজ্জ ও উমরাহ্ সেবায় স্বীকৃত বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। বিগত 2011 সাল থেকে আল্লাহর সম্মানিত মেহমানগণকে সুনামের সাথে সেবাদান করে আসছে।
এ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সেই 1988 সাল থেকে পাবিত্র মক্কা /মদিনায় স্থায়ী ভাবে বসবাস করে আসছেন। এ কারণে হজ্জ/উমরাহ্সহ সে দেশের আইন কানুন ও পরিবেশ পরিস্থিতির উপর উনার যথেষ্ট বাস্তব অভিজ্ঞতা রয়েছে।
বাংলাদেশী হজ্জযাত্রীগণ হজ্জ করতে গিয়ে মক্কা/মদিনায় যেসব সমস্যায় পড়েন সেখান থেকে উত্তরণের সহজ পথ কী তা অনায়াসে সমাধানের সক্ষমতা থাকায় হাজিগণ মারহামাহ্ এয়ার ট্রাভেলস্ এন্ড ট্যুরস এর মাধ্যমে হজ্জ করতে সাচ্ছন্দ্য বোধ করেন।
হজ্জ ইসলামী শরীয়াতের এমন একটি রোকন যা জীবনে একবারই ফরজ হয়। তাই হজ্জের আমলটি যাতে ভুল ভ্রান্তিহীন হয় সেদিকে বিশেষ নজর রাখতে অভিজ্ঞ আলেমগণের তত্ত্বাবধানে থেকে তা আদায় করা অত্যন্ত জরুরি।
আমাদের অত্র প্রতিষ্ঠানের একাধিক অভিজ্ঞতা সম্পন্ন আলেমের তত্ত্বাবধানে থেকে সহিহ্ শুদ্ধ ভাবে হজ্জে মাবরূর আদায় করার সুযোগ গ্রহণে আহ্বান জানাচ্ছি।
আমাদের হজ্জের সফরের বৈশিস্ট
মারহামাহ্ এয়ার ট্রাভেলস্ এন্ড ট্যুরস- এর কাফেলাসহ হজ্জের সফর প্রতি বছর শেষের দিকে যাওয়া হয় এবং এটিই সবাই পছন্দ করেন কারণ;
ক) হাজী সাহেবগণ দেশ থেকে শারীরিক যে সুস্থতা ও এনার্জী নিয়ে যান শেষের দিকে যাওয়ার ফলে মূল হজ্জ আদায় পর্যন্ত সাধারণত সেই সুস্থতা বহাল থাকে। কিন্তু শুরু বা মাঝামাঝির দিকে যাওয়ার ফলে সাধারণত তার বিপরীত পরিলক্ষিত হয়ে থাকে কারণ,শুরুর দিকে গিয়ে বার বার উমরাহ্ তাওয়াফ করার জন্য শরীর বেশ ক্লান্ত থাকায় মূল হজ্জের 5 দিনের আমলসমুহে কিছু না কিছু ঘাটতির সম্ভাবনা থাকে।
খ) যারা অনেক ব্যস্ত তারা অনেকেই শর্ট প্যাকেজে হজ্জে যেতে চান এবং হজ্জের পরপরই দেশে ফিরে আসতে চান বলে তারা শেষের দিকের সফর পছন্দ করেন।
গ) হজ্জের 5 দিন হাজীদের চাপ থাকলেও হজ্জ পরবর্তী প্রতিদিনই কিছু কিছু করে মক্কা-মদিনা খালি হতে থাকে বলে আমল /যিয়ারাহ তাওয়াফ করা সহজ হয়।

হজ্জযাত্রীগণের খেদমতে যে সব সেবা প্রদান করা হয়;-
- হজ্জ সম্পর্কিত যাবতীয় পরামর্শ এবং সার্বক্ষণিক যোগাযোগ।
- হজ্জের জন্য ভিসা, এয়ারলাইন্স-টিকিট এর ব্যবস্থাকরণ।
- হজ্জে গমনের পূর্বে হজ্জ সম্পর্কিত যাবতীয় মাসায়েলের তা’লিম, হজ্জ সফরকালীন বিভিন্ন সমস্যা সমাধানে পরামর্শ এবং তাওয়াফ, সায়ী, উকুফ ও জিয়ারতের যাবতীয় নিয়ম-কানুন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে হাতে কলমে শিক্ষা দেয়া হয় ।
- সৌদি আরব (জেদ্দায়) পৌঁছানোর পর আমাদের পূর্ব নির্ধারিত মোয়ালেমের মাধ্যমে মক্কা মদিনায় পৌঁছানোর ব্যবস্থাকরণ।
- মোয়ালেম অফিসের আনুষ্ঠানিকতা সমাপ্তের পর আমাদের পূর্ব নির্ধারিত হোটেলে পৌঁছানো।
- অভিজ্ঞ আলেম ওলামাগণের মাধ্যমে সার্বক্ষনিক হজ্জ সম্পর্কিত মাসআলা মাসায়েলের তা’লিমের ব্যবস্থাকরণ।
- সম্মানিত হাজী সাহেবগণ চাইলে কোরবানী ও দম দেয়ার ক্ষেত্রে সহযোগীতা করা।
- এজেন্সির ব্যবস্থাপনায় মক্কা ও মদিনার দর্শনীয় স্থানসমূহ জিয়ারতের ব্যবস্থা করা।
- মিনা, আরাফা, মক্কা, মদিনা, জেদ্দা যাতায়াতের জন্য এয়ারকন্ডিশন বাসের ব্যবস্থা নিশ্চিতকরণ।
- আহার : মক্কা, মদীনায় দু’বেলা মাছ, ডাল, ভাত, ভর্তা, সবজি, মুরগী ও গোশতের ব্যবস্থাকরণ।
- এজেন্সির ব্যবস্থাপনায় মক্কা ও মদিনার দর্শনীয় স্থানসমূহ জিয়ারতের ব্যবস্থাকরণ।
- এছাড়াও হজ্জযাত্রীগণের তাৎক্ষণিক যে কোন প্রয়োজনে সারা দিয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদান।